এগিয়ে চলেছি সামনের দিকে -ইয়াদুল মোমিন

সেদিন গেছে চলে
বর্তমানকে সামনে নিয়ে
এগিয়ে চলেছি ভবিষ্যৎপানে
কিছু পাব কি পাব না…
তবুও সামনের পানে এগিয়ে চলেছি।
চারদিক ক্রমশই অন্ধকারে
পরিণত হতে যাচ্ছে
তবুও এগিয়ে চলেছি ভবিষ্যৎপানে
কিছু পাবো কি পাবো না…
তবুও সামনের পানে এগিয়ে চলেছি।

পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ
সবদিকে অন্ধকার
এগিয়ে চলেছি নিভু নিভু
মশাল নিয়ে
এগিয়ে চলেছি ভবিষ্যৎপানে
কিছু পাবো কি পাবো না…
তবুও সামনের পানে এগিয়ে চলেছি।

হয়ত কিছুই হবে না
হয়ত কিছুই পাবো না
তবুও মশাল জ্বলবে
অন্ধকারকে ভেদ করতে,
আমি পারি বা না পারি
তাতেই আমার কিছ্
ুআসবে যাবে না।

অন্ধকারের যাত্রীরা
মশাল দেখে পিছু হটবেই..
কিছু পাবো কি পাবো না
তবুও সামনে পানে এগিয়ে চলেছি
….. চলবো।