এনআইএলজি বুনিয়াদি প্রশিক্ষণে শ্রেষ্ঠ ইউপি সচিব প্রতাপ বিশ্বাস

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট(এনআইএলজি) কর্তৃক আয়োজিত ইউনিয়ন পরিষদ সচিবদের জন্য এক মাস ব্যাপি ৬৪তম দক্ষতা ভিত্তিক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে শ্রেষ্ঠ ইউপি সচিব নির্বাচিত হয়েছেন প্রতাপ বিশ্বাস। তিনি গত বছরের ২জুলাই ইউপি সচিব পদে চাকরি জীবন শুরু করেন। বর্তমানে প্রতাপ বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার ১৪নং ঘোড়শাল ইউনিয়ন পরিষদে কর্মরত।

এদিকে প্রশিক্ষণ কোর্স এ শ্রেষ্ঠ ইউপি সচিব নির্বাচিত হওয়ায় নিজ কর্মস্থল ঘোড়শাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, ইউপি সদস্যগণ, হিসাব-সহকারি, উদ্যোক্তা, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়াও অসংখ্য শুভাকাঙ্খী সামাজিক ও ফোনের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে।

এক প্রতিক্রিয়ায় প্রতাপ বিশ্বাস বলেন, এ অর্জন আমার একার নয়। এ অর্জন ইউনিয়নবাসীর ও সহকর্মীদের। সেই সাথে যারা শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সারাদেশ থেকে বাছাইকৃত ৪০জন ইউপি সচিব নিয়ে ২৬অক্টোবর থেকে ২৪নভেম্বর পর্যন্ত জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট মিলনায়তনে মাস ব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।