এবার বার্নলির বিপক্ষে হারল আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমটা যাচ্ছেতাইভাবে কাটছে আর্সেনালের। একের পর এক ম্যাচ হেরে বিপর্যস্ত দলটি।

এবার ঘরের মাঠে বার্নলির বিপক্ষে হেরেছে তারা। তাও আবার দলের সেরা তারকা পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের আত্মঘাতী গোলে!

ওই একটি গোলেই পরাজয় নিশ্চিত হয় আর্সেনালের।

এ নিয়ে লিগে শেষ আট ম্যাচের ছয়টিতেই হারল আর্তেতার দল। এর মধ্যে ঘরের মাঠেই টানা চার ম্যাচে হেরেছে দলটি।

রোববার রাতে প্রথমার্ধে নেমে বার্নলির রক্ষণভাগ ভাঙতেই পারেননি আর্সেনালের স্ট্রাইকাররা। অবশ্য নিজেদের জালও সুরক্ষিত রেখেছিলেন তারা।

ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।

কিন্তু দ্বিতীয়ার্ধে নেমে ৫৮তম মিনিটে ধাক্কা লাগে আর্সেনাল শিবিরে। বার্নলির ম্যাকনিলকে ফাউল করেও ক্ষান্ত হননি গ্রানিত জাকা। মেজাজ হারিয়ে আরেকজনের গলা চেপে ধরেন তিনি। ফলে এই সুইস মিডফিল্ডারকে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআরের সাহায্যে লাল কার্ড দেখিয়ে তাকে মাঠছাড়া করেন রেফারি।

১০ জনের দল নিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় আর্সেনাল।

আর্সেনাল শিবিরে দ্বিতীয় ধাক্কাটি এসে লাগে ৭৩তম মিনিটে।

এ সময় আত্মঘাতী গোল করে বার্নলিকে এগিয়ে দেন এমেরিক অবামেয়াং।

কর্নার হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান অবামেয়াং। ক্লাব পর্যায়ে এটি প্রথম কোনো আত্মঘাতী গোল অবামেয়াংয়ের।

ম্যাচের বাকি সময়ে বার্নলির জালে বল জড়াতে ব্যর্থ হলে ১-০ গোলের ব্যবধানে হারে আর্সেনাল।

এ নিয়ে ১২ ম্যাচে সপ্তম হারের স্বাদ পাওয়া আর্সেনাল ১৩ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে রয়ে গেল। ১১ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে বার্নলি।

২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে মোহামেদ সালাহর লিভারপুল।

সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে আছে টটেনহ্যাম হটস্পার।

ম্যাচ হাইলাইটস দেখুন-