এবার মাংস বাজারে গাংনীর মেয়র

গাংনী বাজারে কোনো সিন্ডিকেট থাকবেনা। সিন্ডিকেট যুগ ফুরিয়ে এসেছে। শেখ হাসিনা সরকারের সময় সিন্ডিকেট সৃষ্টিকারিদের কোনো যায়গা নেই। গাংনী পৌরসভায় ব্যাবসায়ীরা সিন্ডিকেটে তরমুজ বিক্রি করতে গিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছে। মাংস ব্যাবসায়ীদের প্রাথমিক ভাবে সতর্ক করা হচ্ছে । সরকার নির্ধারিত মুল্যে মাংস বিক্রি করতে হবে। চাহিদা দেখে মাংসের মুল্য বৃদ্ধি করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান মেয়র আহম্মেদ আলী।

বৃহস্পতিবার সকালে গাংনী পৌর মাংস বাজারে ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি হুশিয়ারি দেন। ক্রেতাদের অভিযোগ গাংনীে পৌর বাজারে কতিপয় মাংস ব্যবসায়ী বেশি দরে মাংস বিক্রি করছিলেন এমন অভিযোগ করা হলে গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী তড়িত মাংস বাজার পরিদর্শন করেন।
ক্রেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যারা মাংস নিতে আসবেন তারা অবশ্যই আমাকে বাজারের পরিস্থিতি জানাবেন। আমি আপনাদের খাদেম হিসেবে পাশে আছি|