এলো রমজান – রবিউল ইসলাম

 

বছর ঘুরে এলো আবার
পবিত্র এক রমজান,
সেই খুশিতে হাসে মুমিন
কাদেরে সয়তান।

দিনের বেলায় বন্ধ হবে
সকল পানাহার।
শেষ রাত্রিতে সেহরি আর
সূর্যাস্তে ইফতার।

সকল মুমিন থাকবে সদায়
এবাদতে মশগুল,
প্রভুর কাছে, চাই বে ক্ষমা
করেছে যতো ভুল।

রমজান মাস অনেক দামী
আছে যে রহমত।
রমজানেই হয় আত্মশুদ্ধি
বাড়ে যে বরকত।

রমজানের শেষ দশকে ভরা
আছে মাগফিরাত।
মুমিন বান্দা এবাদতে তাই
কাটাই সারা রাত।

কোরআন নাজিল রমজানের
লাইলাতুল কদর,
হাজার রাতের চেয়েও দামী
ইবাদতের প্রহর।

রাখবো রোজা নারী পুরুষ
সকল মুসলমান
গুনাহ মাফের মাস এলো
পবিত্র এই রমজান।।