এশিয়া কাপ হকিতে খেলার কথা ছিল না বাংলাদেশের। নিরাপত্তার কারণে পাকিস্তান ভারতে যেতে না চাওয়ায় খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। ভারতের রাজগিরিতে হতে যাওয়া টুর্নামেন্টকে সামনে রেখে আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।
এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হয়নি চার অভিজ্ঞ খেলোয়াড়ের।
তারা হলেন পুস্কর খিসা মিমো, মঈনুল ইসলাম কৌশিক, নাঈম উদ্দিন ও আবেদ উদ্দিন। তাদের বাদ পড়ার দিনে ১৮ সদস্যের দলে প্রথমবার সুযোগ পেয়েছেন তৈয়ব আলি, মেহেদী হাসান, তানভির রহমান ও মোহাম্মদ আবদুল্লাহ।
আগামী ২৯ আগস্ট শুরু হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন রেজাউল করিম। ১২তম এশিয়ান কাপ হকির আসরের উদ্বোধনী দিনে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
৩০ আগস্ট দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। আর টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ ‘বি’-র শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি ১ সেপ্টেম্বর।
বাংলাদেশের স্কোয়াড—হুজাইফা হোসেন, রেজাউল করিম (অধিনায়ক), সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, মেহেদী হাসান, আল নাহিয়ান, রোমান সরকার, ফজলে হোসেন, তৈয়ব আলী, তানভির রহমান, রাকিবুল হাসান, মো. আব্দুল্লাহ, আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন, বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন।