ওয়েভ ফাউন্ডেশন বারাদি শাখার আয়োজনে প্রদর্শনী উপকরণ বিতরণ

মেহেরপুর সদর উপজেলার ওয়েভ ফাউন্ডেশন বারাদি শাখার আয়োজনে উত্তম ব্যবস্থাপনা নিশ্চিত করণের মাধ্যমে গাভী পালন প্রদর্শনী প্রকল্পের আওতায় সদস্যদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২ টায় ওয়েভ ফাউন্ডেশন বারাদি শাখার অফিস কক্ষে ৫ জন সদস্যের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়।

বারাদি শাখার সদস্যদের মধ্যে বাছাইকৃত মেহেরপুর সদরের রাজনগর গ্রামের ৫ সদস্যের মাঝে মাথাপিছু ৬ হাজার ৫ শত টাকা মূল্যের উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। উপকরণের মধ্যে ছিল বাছুরের খাবার ঘর তৈরি বাবদ নগদ ২ হাজার ৬ শত টাকা, স্যানিটাইজার, ভায়োডিন, ঔষধপত্র ইত্যাদি।

বিতরণ কালে উপস্থিত ছিলেন ওয়েভ এর এরিয়া সমন্বয়কারী আমিরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তুহিন মিয়া, বারাদি শাখার ব্যবস্থাপক লিটন হোসেন, ওয়েভ ভেড়া খামার প্যারাভেট উজ্জ্বল হোসেন, হিসাবরক্ষন কর্মকর্তা রেহেনা খাতুন, পিও টেক আঙ্গুর আলী, এভিএফ শামীম জামানসহ শাখার সকল কর্মচারীবৃন্দ।