কই রে সেদিন কই? – নাসরীন জামান

টাপুর টুপুর মেঘলা দুপুর
মেঘের চাদর গায়
ঝুমুর ঝুমুর কোন সে নূপুর
বর্ষা রানীর পায়।
দৃষ্টি ছাওয়া উদাস হাওয়া
বৃষ্টিমুখর দিন
কোন অজানায় যায় নিয়ে যায়
বাজায় সুখের বীণ।
ফুটলো কদম বাজলো হৃদম
ছুটলো প্রেমিক দল
জুঁই চামেলির সুখের সে নীড়
লুটলো শীতল জল।
কলার পাতায় সবুজ ছাতায়
বর্ষা মাতায় মন
গায়ের কিশোর জমায় আসর
সৃষ্টি সুখের ক্ষণ।
বর্ষা বাদল বাজায় মাদল
সকাল দুপুর ওই
আষাঢ় শ্রাবণ নিত্য প্লাবন
কই রে সেদিন কই?