
কনকনের শীতে রাতের বেলায় বিভিন্ন ওয়ার্ড়ে ঘুরে হতদরিদ্র বয়স্ক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন, দর্শনা পৌর প্রশাসক শাহিন আলম। গতকাল সোমবার সন্ধ্যা দর্শনা হল্ট ষ্টেশন বাসস্ট্যান্ড সহ বিভিন্ন মহল্লায় শতাধিক কম্বল বিতরণ করেন।
তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলায় প্রায় সময় সর্বনিম্ন তাপমাত্রা ৮/৯ ডিগ্রি থাকে। আমরা চেষ্টা করছি যতটুকু পারি মানুষের সাহায্য করতে। সন্ধ্যার পর থেকে গভীর রাত্র পর্যন্ত দর্শনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে হত দরিদ্র ছিন্নমূল মানুষে মাঝে সামান্য কম্বল করে শীত নিবারণের জন্য চেস্টামাত্র।
দর্শনায় অনেক ধনী মানুষ আছে। আপনাদের মাধ্যম আহ্বান জানাচ্ছি সকলে যেন অসহায় মানুষের পাশে দাড়াতে। এসময় উপস্থিত ছিলেন, দর্শনা পৌরসভার সচিব সাজেদুর আলম, প্রধান সহকারী রুহুল আমিন, উচ্চমান সহকারী শাহ আলম, কর নির্ধারক জাহিদুল ইসলাম, হিসাবরক্ষক আরিফিন হোসেন, লাইসেন্স পরিদর্শক মোমিনুল ইসলাম, কার্য্য সহকারী হারুন অর রশিদ।

