ভীষণ চাপে হৃদয় কাঁপে একা লাগে খুব, নিঃস্তব্ধতা ঘিরে আছে কম্পন ধরে বুক।
কঠিন চাপে হৃদয় মাঝে যদি পরে ভাঁজ, মুচকি হেসে মনে মনে করিস না রে লাজ। কম্পন শুধু বুকের মাঝে একটা তুমি খুঁজে, সঙ্গী হলে শান্তি পাবে হৃৎপিণ্ডটা বুঁজে।।