করোনাভাইরাসের মৃতের সংখ্যা বেড়ে ৫৬৩

চীনে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫৬৩ জনে দাঁড়িয়েছে।

প্রাণঘাতী এ ভাইরাসের আক্রান্তের সংখ্যা ২৮ হাজারের বেশি। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে চীনের স্বাস্থ্য বিভাগ। এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এগারোশ’র বেশি মানুষ।

এর মধ্যে হুবেই প্রদেশে নতুন করে ৭০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে প্রায় ৬৭ হাজার মানুষকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চীন ছাড়া অন্যান্য দেশে আক্রান্ত হয়েছেন ১৮০ জন। ভাইরাসের প্রাদুর্ভাব এখনও বিশ্বজুড়ে মহামারী আকার নেয়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে, জাপানের ইয়োকোহামা বন্দরে ৩৭১১ যাত্রীসহ একটি জাহাজ কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। পরে, ১০ জনের করোনাভাইরাসে আক্রান্তের বিষটি নিশ্চিত করে কর্তৃপক্ষ।জাহাজটির এক যাত্রী হংকংয়ে নামার পর করোনাভাইরাসে আক্রান্ত হয়। এতে, অন্য যাত্রীরা সংক্রমিত হয়েছে কি-না তা খতিয়ে দেখতে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে জাহাজটির চিকিৎসক দল।

সুত্র-যুগান্তর

আরো পড়ুন-তুরস্কের ভ্যানপ্রদেশে তুষারধসে নিহত ৩৮