করোনার বিস্তার রোধে আইফোন ও এন্ড্রয়েডে আসছে নতুন ফিচার

বিশ্বজুড়ে মহামারি রূপ নিয়েছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এদিকে, চলমান আতঙ্ক করোনাভাইরাসের গতিবিধি লক্ষ্য করার জন্য আইফোন ও এন্ড্রয়েডে নতুন ফিচার আনতে যাচ্ছে অ্যাপল ও গুগল।

এ ব্যাপারে অ্যাপল ও গুগল জানিয়েছে, তারা এমন একটি সফটওয়ার বানাতে যাচ্ছে যা স্মার্টফোনের মাধ্যমে মানুষকে জানাবে যে সে করোনাভাইরাসে আক্রান্ত কারো সংস্পর্শে এসেছিল কিনা।

এই দুই টেক জায়ান্টস জানায়, কয়েক মাসের মধ্যেই তারা এমন একটি টুল বা যন্ত্র বাজারে ছাড়বে যা লক্ষ লক্ষ আইফোন এবং এন্ড্রয়েডের অপারেটিং সিস্টেমে ঢুকে কাজ শুরু করবে। ফলে ব্যবহারকারীরা স্মার্টফোন লগইন করে ‘কন্ট্র্যাক্ট ট্রেসিং’ অ্যাপসটি চালু করতে পারবেন।

নতুন এই ফিচার করোনাভাইরাস রয়েছে এমন কারো কাছে গেলেই ব্যবহারকারীকে সতর্ক করে দেবে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মার্কিন টেক জায়ান্টস তাদের সুদূরপ্রসারী প্রচেষ্টার ফসল হিসেবে এই উদ্যোগ নিতে যাচ্ছে।

 

 

সূত্র-বাংলাদেশ ‍প্রতিদিন