করোনা: মেহেরপুরে নতুন আক্রান্ত ১০ জন, মোট ৫০৫

মেহেরপুরে আজ নতুন করে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৫০৫ জন।
বৃহস্পতিবার রাতে মেহেরপুরের সিভিল সার্জন ডা.নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ প্রাপ্ত ৯টি রিপোটের মধ্যে ১০ টি পজিটিভ। এর মধ্যে সদর ২টি, গাংনীতে ৬টি এবং মুজিবনগরে ২টি। এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা- ৩৩৪১ টি।

মেহেরপুর জেলায় বর্তমানে আক্রান্ত রয়েছেন ১৬২ (সদর-৯২, গাংনী- ৪৮, মুজিবনগর -২২ ) জন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে- ১১ জন। (সদর-৫, গাংনী- ৫, মুজিবনগর -১)। সুস্থ হয়েছেন ২৯৩ জন । অন্যত্র ট্রান্সফার্ড করা হয়েছে ৩৪ জনকে।

ভিন্নসূত্রে পাওয়া আক্রান্তরা হলেন- মুজিবনগরের ভবেরপাড়ার শাহাবদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, সদর উপজেলার বারাদির সুজা উদ্দিন সুজন, সদর হাসপাতালের মোসাফিউন, গাংনী শহরের দিল তামন্না, কসবা কোম্পানীর মিনহাজ উদ্দিন, গাংনী হাসপাতাল পাড়ার মাহাফুজা খাতুন, শিশিরপাড়ার হাবিবুর রহমান, হোগলবাড়িয়ার নিহাজ উদ্দিন, কাষ্টদহ বিলপাড়ার মোছা: সিকবা খাতুন।