করোনা: মেহেরপুরে নতুন আক্রান্ত ১৫ জন, মোট ৫৪১

মেহেরপুরে আজ নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদরে ৯ জন, গাংনী ৪, মুজিবনগর ২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৫৪১ জন।
মঙ্গলবার রাতে মেহেরপুরের সিভিল সার্জন ডা.নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ প্রাপ্ত ৫৩ টি রিপোটের মধ্যে ১৫টি পজিটিভ। এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা- ৩৭০৮ টি।

মেহেরপুর জেলায় বর্তমানে আক্রান্ত রয়েছেন ১২৫টি। (সদর ৬৩, গাংনী ৪৩, মুজিবনগর ১৯) জন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে- ১১ জন। (সদর-৫, গাংনী- ৫, মুজিবনগর -১)। সুস্থ হয়েছেন 3৩১৮ জন । অন্যত্র ট্রান্সফার্ড করা হয়েছে ৩৫ জনকে।

ভিন্নভাবে পাওয়া করোনা আক্রান্তরা হলেন- গাংনীর বামন্দীর বুলবুল,মোহাম্মদপুরের ইদ্রিস আলী, থানাপাড়ার সুফিয়া খাতুন, ব্যাংকার আব্দুল হাকিম, মুজিবনগরের মানিকনগরের নুরজাহান, আসাদুজ্জামান, মেহেরপুর সদরের বাড়িবাঁকার আলমগীর হোসেন, সুমন আলী, দিঘিরপাড়ার ফজলুর রহমান, মদনার মিরাজুল, কামদেবপুরের আব্দুল্লাহ, বাড়িবাঁকার তরিকুল ইসলাম, শহরের মিয়াপাড়ার মহিদুল ইসলাম, হসপিটাল পাড়ার গিয়াসউদ্দিন,মল্লিক পড়ার মিজানুর রহমান।