কোকিল ডাকে কুহুকুহু কাকে ডাকে কাকা, কোকিলের গান এত মধুর যায় না ঘরে থাকা।
কাকের গানে বিরক্ত হয় আঙ্গুল দেয় সব কানে, তার গান ভাল লাগেনা কাক কী কভু জানে?
কাক ও কালো কোকিল কালো তফাৎ ভালো মন্দে, ডিম ফুটানো কুটকৌশলে থাকে নানা দ্বন্দ্বে।