কাথুলী ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে উন্নয়নের ডিজিটাল প্রচারণ ও গ্রাম শান্তি সভা

কাথুলী ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে উন্নয়নের ডিজিটাল প্রচারণ ও গ্রাম শান্তি সভা

কাথুলী ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে উন্নয়নের ডিজিটাল প্রচারণ ও গ্রাম শান্তি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭ সময় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ১৫ মিনিটের ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে ১ নং কাথুলী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রেজাউর রহমান রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ওয়াসীম সাজ্জাদ লিখন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মশিউর রহমান পলাশ, কাথুলী ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক স্বাধীন আলী। কাথুলী ইউনিয়ন কৃষক লীগের সকল ওয়ার্ড সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ।উপস্থিত ছিলেন কাথুলী ইউনিয়ন পরিষদের মেম্বার জিনারুল ইসলাম ও ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক, ইউ পি সদস্য আনারুল ইসলাম, বাবলু হোসেন,সাবেক ইউ পি সদস্য হারুনর রশীদ কৃষক লীগ নেতা মিজারুল ইসলাম, মনিরুল ইসলাম, বিশারত আলী ও, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কাথুলী ইউনিয়ন কৃষক লীগের সহ সভাপতি শাহীন আলম, গাংনী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি পলাশ আহম্মেদ, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ তাদের বক্তব্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম তুলে ধরে জনগনের কাছে শেখ হাসিনার জন্য নৌকা মার্কায় ভোট চেয়ে গাড়াবাড়ীয়া বাজারে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন। সভাপতির বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।