কানাডা প্রবাসি গাংনীর ড. আবু আফফান কানাডায় ইন্তেকাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী কানাডা প্রবাসি গাংনী উপজেলার করমদী গ্রামের ড. আবু আফফান কানাডায় ইন্তেকাল করেছেন (ইন্না-রাজিউন)।

মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ড.আবু আফফান গাংনী উপজেলার করমদী গ্রামের হাইস্কুলপাড়া এলাকার ডাক্তার আয়ুব হোসেনের ছেলে। তিনি কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ছিলেন।

ড.আবু আফফানের বন্ধু মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন বলেন, ড. আবু আফফান করমদী মাধ্যমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করে কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হয়। সেখান থেকে এইসএসসি পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও এমএসসি রসায়নে প্রথম বিভাগে প্রথম হয়ে কৃতিত্বের সাথে পাশ করেন। পরে তিনি মালেশিয়ান একটি বিশ্বসবিদ্যালয় থেকে পিএইচডি করেন। এরপর চলে যান কানাডাতে। সেখানেও তিনি নতুন করে পিএইচডি করেন।

সেখানেই একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে নিজেকে কর্মজীবনে যোগ দেন। ড.আবু আফফান এক ছেলে ও এক মেয়ের পিতা। ছেলে কানাডার একটি বিশ্ববিদ্যালয় ছাত্র ও মেয়ে দশম শ্রেনীর ছাত্রী। তার মা করমদীতে বাস করেন। পারিবারিকভাবে জানা গেছে ড. আবু আফফানকে সেখানেই সমাধিস্থ করা হবে।