কারও ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখান : কঙ্গনা

মুম্বাইতে থাকলে ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীরের’ মতো অনুভূতি হচ্ছে। মুম্বাইতে থেকে নিরাপত্তার অবাধবোধ করা এবং সে রাজ্যের পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না বলে সম্প্রতি টুইট করেন কঙ্গনা রানাউত। বলিউড অভিনেত্রীর ওই মন্তব্যের পর ক্ষিপ্ত হয়ে ওঠে শিবসেনা।

শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত একহাত নেন কঙ্গনাকে। তিনি বলেন, মুম্বাই পুলিশকে কার্যত অপমান করছেন বলিউড অভিনেত্রী। বলিউডের সঙ্গে মাদক কারবারীদের সম্পর্ক রয়েছে বলে কঙ্গনার হাতে যদি কোনও তথ্য প্রমাণ থাকে, তাহলে তিনি যেন থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। সঞ্জয় রাউতের ওই মন্তব্যের পর ফের তেড়ে ওঠেন বলিউড ‘কুইন’।

গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করেন কঙ্গনা রানাউত। কঙ্গনা বলেন, তার মুম্বাইতে ফেরা নিয়ে অনেকে অনেক ধরনের হুমকি দিতে শুরু করেছেন। আগামী সপ্তাহের ৯ সেপ্টেম্বর তিনি মুম্বাইতে ফেরার পরিকল্পনা করেছেন। মুম্বাই বিমানবন্দরে তিনি কখন নামবেন, তা টুইট করে জানিয়ে দেবেন। কারও ক্ষমতা থাকলে, তাকে যেন আটকানো হয় বলেও কড়া হুঁশিয়ারি দিতে দেখা যায় এই অভিনেত্রীকে।

প্রসঙ্গত, মুম্বাইতে থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মতো অনুভূতি হচ্ছে। কঙ্গনার ওই মন্তব্যের পর তার সমালোচনা শুরু করেন বি টাউনের একাধিক তারকা। রিতেশ দেশমুখ থেকে শুরু করে দিয়া মির্জা, স্বরা ভাস্কর, প্রত্যেকে কঙ্গনার মন্তব্যের বিরোধিতা করেন। মুম্বাইতে থেকে, সেখান নাম, যশ, প্রতিপত্তি করার পর কঙ্গনা কীভাবে ওই শহরের বিরুদ্ধে মন্তব্য করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তারকারা।

সূত্র- বিডি-প্রতিদিন