কার্পাসডাঙ্গায় ভূমিহীনদের ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ড.মো: আনোয়ার হোসেন হাওলাদার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আবাসনের পাশে ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার ড.মু.আনোয়ার হোসেন হাওলাদার, শনিবার ৫ ডিসেম্বর সকাল ১১ টার সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার এ মহতী উদ্যোগ মুজিবশতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিশনার ড.মু.আনোয়ার হোসেন হাওলাদার তিনি বলেন, বাংলাদেশের কোনো গরীব অসহায় মানুষ কে আর খোলা আকাশের নিচে থাকতে হবে না, কারণ বর্তমান সরকার দেশের প্রতিটি জেলা – উপজেলাসমূহ এ মহান উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলায় গৃহহীন,ভূমিহীন মানুষদের পুনবার্সনের লক্ষ্যে খাস জমিতে ঘর নির্মাণ করে দেওয়ার কাজ শুরু করেছে।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন ,দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, নির্বাহী অফিসার দিলারা রহমান, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ মহিউদ্দিন,কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু,প্রমুখ।