কার্পাসডাঙ্গায় চুলের ক্যাপ তৈরীর কারখানা পরিদর্শন করলেন ডিসি

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় গতকাল শনিবার দুপুর ১ টার দিকে (পরিত্যাক্ত চুল থেকে) চুলের ক্যাপ তৈরীর কারখানা ও চুল প্রসেসিং এর কারখানা পরির্দশনে আসেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।এসময় তিনি কারখানা শ্রমিকদের সাথে তাদের কাজের বিষয়ে বিভিন্ন আলোচনা করেন ।

সেই সাথে চুল প্রসেসিং ও ক্যাপ তৈরীর সকল কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন ।এসময় সাথে ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।এসময় উপস্থিত ছিলেন একতা হেয়ার প্রসেসিং এর সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী সহিদ বিশ্বাস,সাধারন সম্পাদক সাবেক মেম্বর লিয়াকত আলী,বিশিষ্ট চুলব্যাবসায়ী মিজান,ক্যাপ কারখানার মালিক তরুন উদ্যোক্তা আলামিন,আ:লীগ নেতা মখলেছুর রহমান রিপন,কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আতিয়ার রহমান,সাংবাদিক শরীফ রতন,সাংবাদিক আলমগীর, মেহেদী হাসান মিলন,বিল্লাল হোসেন প্রমুখ।