কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় পালিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪ তম মৃত্যুবার্ষিকী।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে নজরুল স্মৃতি বিজড়িত পল্লীতে স্মৃতি ফলকে পুস্পমাল্য অর্পণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াহ খান।

জেলা প্রশাসনের পুস্পমাল্য অর্পণের পরে উপজেলা প্রশাসন, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ, কার্পাসডাঙ্গা কলেজ, কার্পাসডাঙ্গা সজীব ওয়াজেদ জয় পরিষদ পুস্পমাল্য অর্পণ করে।

পুস্পমাল্য অর্পণের পর কবির আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন, নজরুল স্মৃতি সংসদের সভাপতি এমএ গফুর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফাদার লাভলু সরকার, রেভাঃ লরেন্স মৃত্যুঞ্জয় মন্ডল, আটচালা ঘর মালিক প্রকৃতি বিশ্বাস বকুল, মধু বিশ্বাস, প্রভাষক আয়ুব হোসেন, বিল্লাল হোসেন,

বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান, শিল্পী নিশাত শারমিন সোনিয়া, আলো মন্ডল, ইউনিয়ন যুবলীগের যুগ্নসম্পাদক রতন বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মিলন, শিমুল রেজা, যুববলীগ নেতা জাব্বার খাবলী, ছাত্রলীগনেতা মেসকাত আলী, সুলতান মাহমুদ, ফরিদুজ্জামান রানা, জাহাঙ্গীর আলম, দীপ বিশ্বাস, মোহন মন্ডল, হক সাহেব, নজরুল স্মৃতি সংসদের আইটি মতিউর রহমান। এদিকে রাত ৮ টার সময় নজরুল স্মৃতি সংসদ কার্যলয়ে ভার্চুয়াল মাধ্যমে গানে গানে নজরুল স্মরণ লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয়।