কার্পাসডাঙ্গায় জাতীয় কবির ৪৭ তম প্রয়ান দিবস পালন

কার্পাসডাঙ্গায় জাতীয় কবির ৪৭ তম প্রয়ান দিবস পালন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গাতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়ান দিবস পালিত হয়েছে।

দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ৯ টা ৩০ মিনিটে কোরআন তেলওয়াত করেন কার্পাসডাঙ্গা হাদিকাতুল উলুম মাদ্রাসার সুপার মওলানা নুরুল আমিন, গীতা পাঠ করেন রঘুনাথ পাল, বাইবেল পাঠ করেন স্বাধীন মন্ডল এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার আটচালা ঘর স্মৃতি বিজড়িত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মূর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।

এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, নজরুল স্মৃতি সংসদের সভাপতি এম এ আব্দুল গফুর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য নজীর আহমেদ, চুয়াডাঙ্গার সম্মিলিত সাংস্কৃতিক জোট, শ্রী রঘুনাথ পাল, জালাল উদ্দীন, আলো মন্ডল, নিশাত শারমিন সোনিয়া, কার্পাসডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এ জলিল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, যুবলীগ নেতা শফিউদ্দিন, স্থানীয় মিশনপল্লীর বাবু সরকার, মোজাম্মেল হক, মি: লিটন মন্ডল, মি : সনত মন্ডল, মি: বিকাশ মন্ডল, ইয়ামিন সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।