কার্পাসডাঙ্গায় পুলিশ সাংবাদিকের উপস্থিতি দেখে বাল্য বিবাহ পন্ড

জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আদিবাসী পাড়ায় জাহিদুলের বাড়িতে বাল্য বিবাহ হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে সাংবাদিক ও পুলিশ পৌঁছে গেলে তা ভেস্তে যায়।জানা গেছে বুইচিতলা গ্রামের প্রবাসী জিয়াউলের কন্যা নবম শ্রেনীর ছাত্রী নাজমীমের সাথে চাকুলিয়া গ্রামের আ:হামিদের ছেলে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক চাঁদ আলীর বাল্য বিবাহ আদিবাসি পাড়ার জাহিদুলের বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে খবর পেয়ে কার্পাসডাঙ্গার স্থানীয় সাংবাদিকরা সহ ঘটনাস্থলে পুলিশ হাজির হয় ভেস্তে যায় বাল্য বিবাহ।এ বিষয়ে জাহিদুলের স্ত্রী ও ছেলে মেয়ে উভয় পরিবারের লোকজন জানান কোন বাল্য বিয়ে নই তারা সম্পর্কে চাচাতো ভাই বোন। দুজন দুই গ্রামে থাকে তাদের ভিতর বিয়ের কথাবার্তা চলছে বয়স হলে তারপর বিয়ে দেওয়া হবে এখন দুজন সহ তার আত্মীয়রা দেখার জন্য এসেছে। কে বা কারা মিথ্যা সংবাদ দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে গোপন সুত্রে জানা গেছে জাহিদুল প্রবাসে থাকার কারনে তার স্ত্রী বিভিন্ন সময়ে আত্মীয় পরিচয়ে লোকজন নিয়ে আসে ও বাল্য বিবাহ দেয়। বাল্য বিবাহটি ভেস্তে যাওয়ায় সাংবাদিক সহ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী সহ সচেতন মহল। এ বিষয়ে কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল বলেন কোন অবস্থাতেই এলাকায় বাল্য বিবাহ হতে দেওয়া যাবেনা। এর কুফল সম্পর্কে সকলকে জানাতে হবে।

কার্পাসডাঙ্গা অফিস: