কার্পাসডাঙ্গায় প্রধান সড়ক দখল করে ঢেউটিন রাখার অভিযোগ

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা টু মুজিবনগর সড়কের উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
রাস্তার উন্নয়ন কাজের জন্য ইতিমধ্য রাস্তার দুপাশে থাকা বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে নিচ্ছে দখলদাররা।

ঠিক সেই মুর্হুর্তে কার্পাসডাঙ্গা বাজারের ঢেউটিন ব্যাবসায়ী মিকাইল তার ব্যাবসায়ীক লাভের স্বার্থে দু ট্রাক সিমেন্ট শিটের ঢেউটিন কিনে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কের কোল ঘেঁষে ফুটপথ দখল করে তার টিন রেখে দিয়েছেন। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

স্থানীয়রা জানান, সকলে যখন রাস্তার দুপাশে অবৈধ সব স্থাপনা সরিয়ে নিচ্ছে ঠিক তখনি মিকাইল কোন ক্ষমতার বলে রাস্তা দখল করে দু ট্রাক টিন রেখে দিল।

দ্রুত এ টিন অপসারণ করে ফুটপথকে দখল মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল।