কার্পাসডাঙ্গায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন :চেয়ারম্যান আব্দুল করিম

 দামুড়হুদার আরামডাঙ্গা গ্রামের কৃষকদের দীর্ঘদিনের মাঠের রাস্তার দুর্ভোগের অবসান ঘটালেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান করিম বিশ্বাস। রাস্তা না থাকায় চরম দূর্ভোগ পোহাতে হয়েছে ওই গ্রামের কৃষকদের।

আজ রোববার (২৯ মে) বেলা ১২ টার দিকে আরামডাঙ্গা গ্রামের  মাঝপাড়া সাত্তার ও মিঠু বাড়ির পাশ থেকে রাস্তা তৈরী কাজের উদ্বোধন করেন তিনি।

 উদ্ধোধনী কালে আব্দুল করিম বিশ্বাস বলেন, ‘আরামডাঙ্গা গ্রামের প্রায় এক হাজার বিঘার জমির ফসল বাড়িতে আনতে হলে চাষিদের চরম দূর্ভোগ পোহাতে হয়। এই দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে নতুন রাস্তার কাজ শুরু করেছি।

এই রাস্তাটি হলে গ্রামবাসীর মাঠের ফসল বাড়িতে আনতে আর কষ্ট হবে না। দীর্ঘদিন যাবৎ রাস্তা না থাকায় কৃষকদের আনুমানিক এক হাজার বিঘার জমির ফসল ঘরে তুলতে চরম দুর্ভোগ ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হতে হয়।

রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার বিল্লাল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু আলীসহ আরামডাঙ্গা গ্রামবাসী বৃন্দ।