কালবৈশাখী ঝড় – শাহারুল ইসলাম সুজন

বৈশাখ এলে ভয়ে শোকে
শিউরে ওঠে মন,
কখন জানি ঢাকবে মেঘে
পশ্চিম পূর্ব কোন
গুড়ুম গুড়ুম ডাকবে আকাশ
বজ্র ঝনাঝন।

হালকা শীতল বায়ু দিয়ে
একটুখানি পর,
সা-সা রবে আসবে ধেয়ে
কালবৈশাখী ঝড়
গাছপালা সব পড়বে লুটে
ভাঙবে বাড়িঘর।

ধ্বংস হয়ে আসে ভয়াল
কালবৈশাখী ঝড়,
নরম স্বরে আম্মা বলেন
কলমা দুরুদ পড়
শান্তিদাতা ওহে মালিক
একটু রহম কর।