কালীগঞ্জে গভীর রাতে আগুনে পুড়ে দোকান ছাই

কালীগঞ্জ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাচামাল হাটার একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে দোকান পুড়ে ছাই হয়েছে।
দোকান পুড়ে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানদার মিকাইল হোসেন জানিয়েছেন। সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কালীগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

এ বিষয়ে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ তারা মিকাইল হোসানের প্রতিষ্ঠান মিরাজ এন্টারপ্রাইজে আগুন জ্বলতে দেখেন।
এবং তাৎক্ষনিক কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভির এসে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ওই দোকানের মালামাল টাকা পয়সা সব আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

মিকাইল হোসেন জানান, তিনি ব্যাংক থেকে লোন নিয়ে একটি কোম্পানির পরিবেশকের ব্যবসা করতেন, দোকান পুড়ে যাওয়ায় এখন তিনি দিশেহারা হয়ে পড়েছেন।

সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সভাপতি সদর উদ্দিন ও কালীগঞ্জ শাহজালাল ব্যাংকের ব্যাবস্থাপক হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার ষ্টেশনের দায়িত্বরত স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা প্রাথমিক ভাবে জানতে পারি কাচামাল হাটার একটি দোকানে আগুন লেগেছে। আমরা তৎক্ষণাৎ এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, ধরনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্র পাত হয়েছে।