কালীগঞ্জে নতুন ইট তৈরিতে ব্যস্ত সময় পার করছে শ্রমিকেরা

কাদা মাটি দিয়ে নতুন ইট তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের কালীগঞ্জের ইট ভাটা শ্রমিকরা। প্রতিদিন ভোর থেকে বিকাল পর্যন্ত ইট তৈরি আর ইট সাজানোর কাজ করছেন তারা।

এক দিনে ৬০০ থেকে ৭০০ টাকা মজুরি আসে, এমনটিই বলেছেন শ্রমিকরা। কালীগঞ্জের নিউ জলিল ব্রিকস ইট-ভাটা ঘুরে দেখা যায়, অগ্রায়ণ মাসের শুরু থেকে শুরু হয়েছে ভাটায় ইট তৈরির সব কার্যক্রম। ভাটার আশপাশের ইট তৈরির স্থানগুলোকে পরিস্কার করে তা সমান করা হয়েছে।

ইট তৈরির জন্য লাল ও পলি জাতীয় মাটি ব্যবহার করছেন তারা। মাটিগুলোকে পানি দিয়ে ১২ ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছে। পরে সেই ভিজা মাটিগুলোকে মেশিন দ্বারা ইট তৈরি করা মতো উপযুক্ত করছেন। আবার শ্রমিকরা ইট তৈরি করে শুকানোর জন্য সাজিয়ে রেখেছেন। সেগুলো শুকাতে সময় লাগবে প্রায় ৩ থেকে ৪ দিন।

পরে পোড়ানোর জন্য ভাটার ভিতরে ইট সাজানো হয়। প্রথমে ভাটায় আগুন দিলে তা পুড়ে ইট তৈরি হতে প্রায় সময় লাগে ১৫ দিন।

ভাটায় কয়েকটি মিল থাকে, আর সেই মিলগুলোতে ১৬ থেকে ২০ জন অর্থাৎ জোড়া হিসেবে শ্রমিক থাকে। অর্ধেক শ্রমিক ইট তৈরি করেন আর অর্ধেক শ্রমিক ইট বানানোর জন্য কাদা তৈরি করেন। এক হাজার ইট তৈরি করলে, ভাটা মালিক তার মজুরি দেন ৬০০ থেকে ৬২০ টাকা। আর এই টাকার অর্ধেক করে ভাগ পায় ইট তৈরি শ্রমিক ও কাদা তৈরি শ্রমিকরা।

কালীগঞ্জ উপজেলায় প্রায় ৩০ টির মত ইট ভাটায় চলছে ইট তৈরির কর্মব্যস্ততা।