কালীগঞ্জে প্রতিবন্ধী বিদ্যালয়ে বই বিতরণ

বিষাদময় ২০২০ নিয়েছে বিদায়। এসেছে নতুন বছর ২০২১। বছরের প্রথম দিন থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া শুরু হয়েছে। সারা দেশের ন্যায় ঝিনাইদহের কালীগঞ্জে মোঃ আনোয়ারুল আজীম ও আলহাজ্ব বদর উদ্দিন বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের ৫শ শিক্ষার্থীদের মাঝে ৫ দিন যাবত এই বই বিতরণ অব্যাহত থাকবে।

গতকাল শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ১ শত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রধান অতিথি দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের দাতা সদস্য আলহাজ্ব বদর উদ্দিন, সিনিয়র সাংবাদিক সোহেল আহম্মেদ, প্রধান শিক্ষক আজমিরা চৌধুরী, দাতা সদস্য লেখক ও কলামিস্ট আলহাজ্ব এম এ কাদেরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য স্বপ্না বেগম, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। করোনা মহামারীর মাঝেও সামাজিক দূরত্ব বজায় রেখে বই বিতরণ করায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।