কালীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে কাউন্সিলর হলেন মনিরুজ্জামান রিংকু

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন এর ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই উপনির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।

এই নির্বাচনে বোতল প্রতিকের মনিরুজ্জামান রিংকু ১৬৬৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি উটপাখি প্রতিকের মোঃ নাসিম উদ্দিন পেয়েছেন ১০২১ ভোট পেয়েছেন। এছাড়াও অন্য দুইজন প্রার্থী পাঞ্জাবী প্রতিকের আলমগীর হোসেন ৪২৬ ও ডালিম প্রতিকের মিজানুর রহমান পেয়েছেন ২০৭ ভোট। মনিরুজ্জামান রিংকু- ৬৪৬ ভোটে বিজয়ী হয়েছেন।

ভোটে একজন জুডিশিয়াল ম্যাজিট্রেড ও দুইজন নির্বাহী ম্যাজিট্রেড সহ বিপুল সংখ্যক আনসার, পুলিশ ও জঅই সদস্য দায়িত্ব পালন করেন।

সকাল ৯ টা থেকে শুরু করে বিকাল ৫ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।

ভোট গ্রহন শেষে সন্ধ্যা ৬ টার দিকে ভোট গননা করে মনিরুজ্জামান কে বেসরকারী ভাবে জয়ী ঘোষনা করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২২ সেপ্টেম্বর কালীগঞ্জ পৌরসভার মেয়র মকছেদ আলী বিশ্বাস মৃত্যুবরণ করলে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম মেয়র পদে নির্বাচিত হওয়ার পর পদটি শূন্য হয়।