কালীচরণপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রুপান্তরিত করতে চান কামরুজ্জামন দুদু

ঝিনাইদহ সদর উপজেলার ১৫নং কালীচরণপুর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ কামরুজ্জামান দুদু। তিনি দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের ইউনিয়নের নেতৃত্ব দিয়ে আসছেন এবং ৬ নং ওয়ার্ডে ইউপি সদস্য থেকে মানুষের সেবা দিয়েছেন।

ইতোমধ্যে জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। যার ফলশ্রুতিতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেকে মেলে ধরতে চান।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান দুদু বলেন, আমার স্বপ্ন ১৫নং কালীচরণপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রুপান্তরিত করা।

সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমি আগামী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি আমার নেতা ঝিনাইদহের স্বচ্ছ রাজনীতির ধারক ও বাহক ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান জননেতা কনক কান্তি দাসের সহযোগীতায় এবং ইউনিয়নের সাধারণ মানুষকে সাথে নিয়ে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি আধুনিক ইউনিয়ন গড়ে তোলার জন্য কাজ করে যাব।