খুকির রং ফর্সা ভীষণ ভাইটি তাঁহার কালো। তবুও ওদের মধ্যে মিল সবকিছুতেই ভালো।
খুকি যখন পড়তে বসে খোকাও তখন পড়ে। চাঁদের আলো আভা যেনো ঝরছে ওদের ঘরে।
ভাই বোনেতে ছড়ায় গানে আড্ডা মধুর হয়। সাদা কালোয় কি আসে যায় মায়ারই হয় জয়।