
দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের রেললাইনপাড়ার শ্রী মন্টু কুমার এর স্ত্রী, হরিজন সম্প্রদায়ের ৩ সন্তানের জননী মিনা রাণী (৩৫) কিডনী রোগে আক্রান্ত। তার শরীরের দুটি কিডনী নষ্ট হয়ে গেছে এবং বর্তমানে শুধু মৃত্যুর প্রহর গুনছেন।
মিনা রাণীকে বাঁচতে হলে একটি কিডনীর পাশাপাশি নিয়মিত ডায়ালাইসিস করতে হবে। কিন্তু গরীব ও অসহায় পরিবারের হওয়ায় চিকিৎসার খরচ জোগানো কঠিন হয়ে পড়েছে।
তার স্বামী মন্টু কুমার ও কন্যা ঋতু সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। যারা কিডনী দান করতে বা আর্থিক সহায়তা করতে ইচ্ছুক, তারা বিকাশ একাউন্ট ০১৭৮৭-৩৫৪৫২৫ এ যোগাযোগ করতে পারেন।