“কি লিখবো”- মুকুল চৌধুরী

কি লিখবো, কি লিখবো
সবি যে হলো ভুল,
যা লিখবো তা লিখে গেছেন
রবীন্দ্র নজরুল।

তবু ভাবি লিখবো কিছু
দেখি গাঁয়ে গিয়া,
আগে থেকে বসে আছেন
বন্দে আলী মিয়া।

পল্লীর কথা ভেবে আমি
হয় যে উদাসীন,
সে সব নিয়ে লিখে গেছেন
কবি জসীমউদ্দীন।

আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য্য
হলো সবি সত্য,
এসব নিয়েও লিখে গেছেন
সত্যেন্দ্রনাথ দত্ত।

মহাকাব্য লিখে গেছেন
মধু ও কায়কোবাদ,
সব কিছু ভেবে শেষে
নিজেই গেলাম বাদ।

তাই তো শুধু এখন
“সুমি” আমার কাব্যের ইতিহাস,
লিখবো তাকে নিয়ে কবিতা
আমি বার মাস।