কীড্স অল অ্যালায়েন্স বাস্তবায়ন উপলক্ষ্যে গাংনীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী কর্তৃক প্রাথমিক শিক্ষার্থীদের জন্য কীড্স অল অ্যালায়েন্স বাস্তবায়ন উপলক্ষ্যে মতবিনিময় সভা করেছে মেহেরপুরের গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ বৃহষ্পতিবার বেলা ১১ টার দিকে গাংনী উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথী ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাংসদ মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

গাংনী উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, সেবা ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জেল হোসেন মোল্লা। বিশেষ অতিথী ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, উপজেলা নির্বাহী অফিসার মৌসূমী খানম, গাংনী পৌরমেয়র আহম্মেদ আলী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

প্রধান আলোচক তোফাজ্জেল হোসেন মোল্লা বলেন, কীড্স এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের মাথাপিছু একহাজার টাকা প্রদান করবেন। আর এ প্রকল্প বাস্তবাস্তবায়নে উদ্বৃত্ত খরচাদি করবেন প্রকল্প বাস্তবায়ন সংস্থা সেবা ডিজিটাল লিমিটেড।