কুতুবপুর স্কুল এন্ড কলেজের ৯৫ ব্যাচের পুনর্মিলনী

মেহেরপুরের গাংনীর ‍উপজেলার কুতুবপুর স্কুল এন্ড কলেজের ১৯৯৫ সালের এস এস সি ব্যাসের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০ টার সময় পরিচিতি পর্বের মাধ্যেমে অনুষ্ঠানের সূচনা হয়। পুনর্মিলনী অনুষ্ঠানে ৭৫ জন উপস্থিতির মধ্যে দিয়ে শুরু হয়। অনুষ্ঠানে ২৬ বছরের সেই কৈসবের বন্ধু বান্ধবদের নিয়ে একত্রিত হতে পেরে সকলেই আবেগ আব্লুত হয়ে পড়েন। ১৯৯৫ সালের সেই এস এস সি পড়ুয়া ছাত্র ছাত্রীরা আজ কেউ কলেজের প্রভাষক,কেউ ব্যাংকার,কেউবা স্কুলের শিক্ষক,কেউ ব্যাবসা, এবং প্রবাসী ফেরত কেউবা সোনার দেশের সোনার ফসল ফলানোর সফল কারীগর। উপস্থিতিদের মধ্যে অন্যতম জিয়াউর রহমান, মহাদ্দেস আলী লাভলু মাষ্টার শাহিন,মাঝহারুল ইসলাম ,শাহারুল,মোশারফ হোসেন ফারুক,আরিফ,হাফিজুল ইসলাম শিমুল,লিয়াকত কমর জামাল,বিলকিস,মানসুরা,সিরিনা মুক্তা,মজ্জেম সহ আরো অনেকে।
জিয়াউর রহমান বলেন, ২৬ টি বছর পর আমরা সেই কৈশবের বন্ধু গুলো একত্রিত হতে পেরেছি সুধু বন্ধুরাই নয় বন্ধুদের স্ত্রী ছেলে মেয়ে ও বান্ধবিদের স্বামী ছেলেমেয়ের নিয়ে উপস্থিত হয়েছি। সকলের সাথে নতুন ভাবে পরিচিত হতে পেরে খুব ভালো লাগলো। তবে মনে পড়ে সেই দিনগুলোর কথা আজকে মনে পড়ে খুব সেই দিনের কথা কতই না মজার ছিল। তবে আমি চাইবো এমন সুন্দর দিনের আয়োজন প্রতি বছরেই হোক।

পুনর্মিলনী অনুষ্ঠানে দুপুরের খাবারের আগে কুইজ প্রতিযোগিতা ও সকল কে সম্মাননা পুরুষ্কার বিতরণ শেষ করে দুপুরের খাবার শেষের মধ্যে দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।