কুমারখালিতে গৃহহীনদের জন্য গৃহনির্মাণ কাজের উদ্বোধন

“মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার” কুষ্টিয়ার কুমারখালিতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহনির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে এ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।

ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহনির্মান কাজের উদ্বোধন শেষে জেলা প্রশাসক মো. আসলাম হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারের ঘর দেয়ার যে ঘোষণা দিয়েছিলেন, তা বাস্তবায়নে সর্বাত্মক কাজ চলছে।

উপজেলার আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য দূর্যোগ সহনীয় বাসযোগ্য গৃহ নির্মান প্রকল্পের আওতায় সর্বমোট ৬ টি ইউনিয়নে ৫৭টি বাসগৃহের মধ্যে কয়া ইউনিয়নের কয়া আবাসনে ৫ টি গৃহনির্মান কাজের উদ্বোধন করা হলো। ১ লক্ষ ৭১ হাজার টাকা প্রতিটা ঘরের জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে ৯৭ লক্ষ ৪৭ হাজার টাকা।

কুমারখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএ মুহাইমিন আল জিহানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।