কুমারখালীতে ডিভাইডারের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৬

কুষ্টিয়ার কুমারখালীতে ডিভাইডারের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ ছয় জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ অক্টোবর) বেলা ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কুমারখালীর চড়াইকোল রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি মাইক্রোবাসে চালকসহ সাতজন কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাইক্রোবাসটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারালে চড়াইকোল এলাকার ডিভাইডরের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের চালকসহ ছয়জন আহত হন। খবর পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসেন।

আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান।আহতরা হলেন- আইনাল (৩৪), মাসুম (২৬), আকরাম (২৭), আব্দুল কালাম (৬৮), রহুল আমিন (৩০) ও সিদ্দিক (৬৫)।

এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন বলেন, ডিভাইডারের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় ছয় জন আহত হয়েছেন। আহতরা এখন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন হোসাইন বলেন, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিলে এ দুর্ঘটনা ঘটে। দুজন গুরুতরসহ মোট ছয়জন আহত হয়েছেন।