কুমারখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২০ উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আত্মার মাগফিরাত কামনায় দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ৮ টায় কুমারখালী রেলস্টেশন সংলগ্ন বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে প্রশাসন,মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক, সামাজিক,শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ্য থেকে পুষ্পস্তবক অর্পণ করে আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান শেষে স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান,সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাজী মোকাদ্দেস হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি আবুল মনসুর মজনু সহ প্রমূখ উপস্থিত ছিলেন ।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।