কুমার নদে মাছের পোনা ছাড়লো আলমডাঙ্গা কমিউনিটি-৯৪

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলমডাঙ্গা কমিউনিটি-৯৪’ কুমার নদে ৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করেছে। সংগঠনের সদস্যরা শুক্রবার সকালে শহরের পাশ ঘেষে বয়ে চলা কুমার নদে নানাজাতের দেশী মাছের পোনা অবমুক্ত করেন। আলমডাঙ্গা কমিউনিটি-৯৪ স্কুল সহপাঠিদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের সদস্যরা ১৯৯৪ সালে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছিল।
মাছের পোনা অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
আলমডাঙ্গা কমিউনিটি-৯৪’র সভাপতি হাসিবুল হক টুটুল বলেন, আমাদের সংগঠনটি মানুষের কল্যাণে কাজ করতে গড়ে তোলা হয়েছে। বিশেষ করে আলমডাঙ্গার মানুষের কল্যাণ আমাদের প্রাথমিক লক্ষ্য। এ উদ্যেশ্যে আমরা নদে মাছের পোনা অবমুক্ত করলাম যাতে নদীতে মাছের পরিমাণ বাড়ে। একেকটি মাছ বড় হলে একটি মাছেই একটি পরিবারের পুষ্টি বা প্রোটিনের চাহিদা পূরণ হবে। মানুষ উপকৃত হবে।