কুষ্টিয়ার খোকসাতে দুইপক্ষের সংঘর্ষ: আহত-৭

কুষ্টিয়ার খোকসাতে দুইপক্ষের সংঘর্ষ: আহত-৭

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে কুষ্টিয়ার খোকসায় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৭জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল কলেজ মোড়ে সংসদ নির্বাচন কেন্দ্র করে নৌকা সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষই সংঘর্ষে লিপ্ত হয়।

উক্ত সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থীর পক্ষের আহত ব্যক্তিরা হলেন, ধোকড়া কোল গ্রামের মৃত কাজেম আলীর ছেলে মো. রবিউল ইসলাম (৫০)। মৃত জামাল হোসেনের ছেলে মো. জিকু হোসেন (৩২) জালাল হোসেনের ছেলে বিল্লাল হোসেন (৪০) মসলেম এর ছেলে মো. সালাম হোসেন (৪০) আমবাড়ীয়রা গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মো. চুন্নু প্রামানিক (৩৫) ।

নৌকার প্রার্থীর পক্ষের আহতরা হলেন, ধোকড়াকোল গ্রামের মো. মজিবার রহমান এর ছেলে মো. আমিরুল ইসলাম (৩৫) আব্দুল বারেক শেখ এর ছেলে মো. হাসান আলী (২২) । আহতদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের বরাত দিয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর যায়েদ বলেন, সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পাওয়ার পর পরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় শান্ত অবস্থায় বিরাজ করছে। এবিষয়ে থানায় লিখিত কোনো অভিযোগ দায়ের করেননি।

উল্লেখ্য, কুষ্টিয়া-৪(কুমারখালী-খোকসা) আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। এবং আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।