কুষ্টিয়ায় আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও বধির সপ্তাহ পালন

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও আন্তর্জাতিক বধির সপ্তাহ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা, র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টার দিকে এ উপলক্ষে কুষ্টিয়া জেলা মূক ও বধির সংস্থার কার্যালয়ে দিবসটি সফল করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রোকসানা পারভীন।

তিনি বলেন, সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। উন্নয়নের মূল স্রোতধারায় শ্রবণ-বাক প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করতে না পারলে তাদের উন্নয়ন যেমন সম্ভব নয় তেমনি সম্ভব নয় দেশের সার্বিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে ও কল্যাণে বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে।

এতে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা মূক ও বধির সংস্থার সভাপতি মোঃ সাইফ-উল হক মুরাদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান সুমন, সহসভাপতি জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল সহ অন্যরা।