কুষ্টিয়ায় এডুকেয়ার আবাসিক স্কুলে জরিমানা

কুষ্টিয়ায় একটি আবাসিক কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শহরের এডুকেয়ার আবাসিক স্কুলকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহায়মিনুল আল জিহান। তিনি বলেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ এখনও কমেনি।
সরকার সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। করোনা অতিমারিতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা থাকলেও আবাসিক ছাত্র রেখে সরকারি নীতিমালা ভঙ্গ, জোরপূর্বক ছাত্রদের আটকে রাখা এবং অভিভাবকদের বেতনের জন্য চাপ দেয়াসহ নানাবিবিধ অভিযোগে এডুকেয়ার আবাসিক স্কুলের মালিককে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন,২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একইসাথে সকল আবাসিক ছাত্রদের অতিদ্রুত অভিভাবকদের কাছে ফিরিয়ে দেবার নির্দেশনাও প্রদান করা হয়। জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করে।