কুষ্টিয়ায় ‘কিশোর-কিশোরী ক্লাবের’ ক্রীড়া ও বাদ্যযন্ত্র বিতরণ

কুষ্টিয়া সদর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘কিশোর-কিশোরী ক্লাব’ স্থাপন প্রকল্পের আওতায় পরিচালিত ক্রীড়া সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১৩টি ক্লাবে এসব সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুন, জেলা ছাত্র লীগের সভাপতি আতিকুর রহমান অনিক, ক্লাব কো-অর্ডিনেটর, জেন্ডার প্রমোটরসহ সংগীত শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

পরে উপজেলার ১৩টি ইউনিয়নে ১৩টি ‘কিশোর-কিশোরী ক্লাবে’ হারমোনিয়াম, তবলা, কেরামবোর্ড, দাবা সেট, লুডু সেট ও করোনার সুরক্ষা সামগ্রী হিসেবে হ্যান্ডস্যানিটাইজার, মাস্ক তুলে দেন।