কুষ্টিয়ায় গমের নতুন জাত প্রদর্শনীর উপর প্রশিক্ষণ

গমের নতুন জাত প্রদর্শনীর উপর কৃষক ও উপসহকারি কৃষি কর্মকর্তাদের প্রশি¶ণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন ক¶ে এ প্রশি¶ণের উদ্বোধন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার সহযোগীতায় বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনিস্টিউট এ প্রশি¶ণের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশি¶ণের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শ্যামল কুমার বিশ্বাস।

এসময় তিনি বলেন, ‘কোভিড-১৯ বিশ্বব্যাপী মানুষের জীবনকে বিপর্যস্ত করে ফেলেছে, মহাসংকটে ফেলেছে। এই অবস্থায়, খাদ্যের অভাবের কারণে মানুষকে যাতে আরেকটা মহাসংকটে পড়তে না হয়, সেজন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খাদ্য উৎপাদন বাড়াতে কাজ করা হচ্ছে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়েও নিরলসভাবে কাজ অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

এসময় জেলা প্রশি¶ণ অফিসার কৃষিবীদ ড. হায়াৎ মাহমুদসহসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম।

প্রশি¶ণের কৃষি উপসহকারীসহ কৃষকরা উপস্থিত ছিলেন।