কুষ্টিয়ায় দিনব্যাপী অভিযানে একজনের কারাদণ্ড ও ৮৫ জনকে জরিমানা

করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে সমগ্র কুষ্টিয়া জেলায় কঠোর বিধি-নিষেধ (লকডাউন) আরোপ সংক্রান্ত নির্দেশনাসমূহ বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট আইনে কুষ্টিয়া জেলা শহর, কুষ্টিয়া পৌরসভাধীন এলাকা ও বিভিন্ন উপজেলাসমূহে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

রবিবার দিনব্যাপী জেলার ৬টি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ও জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন রকম সচেতনতামূলক কার্যক্রম ও মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করা হয়।

দিনব্যাপী অভিযানে মোবাইল কোর্টে ১১ টি অভিযানে ৭৩ টি অভিযানে একজনকে কারাদণ্ড ও ৮৫ জনকে ৬৮ হাজার ৪৮০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।