কুষ্টিয়ায় দুই আসামির যাবজ্জীবন

ছবি:২

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের আতিয়ার রহমানকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
এ সময় উত্তর চাঁদপুর গ্রামের কফিল উদ্দিন শেখের ছেলে দণ্ডপ্রাপ্ত আসামি আছান আলী শেখ আদালতে উপস্থিত ছিলেন। অপর দণ্ডপ্রাপ্ত আসামি মো. সেলিম পলাতক রয়েছেন। সে লাহিনী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, টাকা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ২০১৩ সালের ২২ অক্টোবর রাত সাড়ে আটটায় নিজ বাড়ি থেকে আতিয়ারকে কৌশলে ডেকে নিয়ে যায় আসামিরা।
পরদিন সকালে স্থানীয় ধর্মপাড়া মাঠে ধানক্ষেতের আইল থেকে আতিয়ারের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ভাই হাবিবুর রহমান ২৪ অক্টোবর কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০১৪ সালের ২১ নভেম্বর তিন আসামির বিরুদ্ধে পুলিশ চার্জশিট দাখিল করেন। আদালতে দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হলে পেনাল কোডের ১৪৩/৩২৩/৩০২/৩৪ ধারায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন। এ মামলার তিন নম্বর আসামি রেজাউলকে বেকসুর খালাস দেন আদালত।