কুষ্টিয়ায় দোকান খোলা রাখার অপরাধে জরিমানা

কুষ্টিয়ার ভেড়ামারায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে তিন জনকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৬ মে) দুপুরে ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া ও সাতবাড়ীয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ।

তিনি জানান, শনিবার ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮, ২৫(১)(খ) ধারার অপরাধ করায় (২) মতে, এক দোকানীকে ১৬ হাজার, এবং সাতবাড়ীয়া বাজার এলাকায় দুই দোকানীকে ১ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

করোনাভাইরাস মুক্ত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি অনুরোধও জানান তিনি।

অপরদিকে কুমারখালীতে সরকারি অমান্য করে দোকান খোলা রাখায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ জনকে ৩ হাজার ১শ টাকা জরিমানা করা হয়। এসময় অনেক দোকানীকে সতর্ক করা হয়।