কুষ্টিয়ায় নকল জুস কারখানা আবিষ্কার: লাখটাকা জরিমানা

ঘনচিনি আর কাপড়ের রঙ দিয়ে তৈরি নকল জুস। এছাড়াও নকল সিল ও ছাপানো ট্যাগে বোতলজাত করা হচ্ছিল শিশুখাদ্য জুস। অনুমোদনবিহীন এবং হাতে তৈরি বিএসটিআইয়ের সিল দিয়ে মোড়ানো তৃষ্ণা ফুড অ্যান্ড বেভারেজ নামের ভেজাল শিশু খাদ্যপণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভেড়ামারা উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগে অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ।

তিনি জানান, ফ্যাক্টরীর ঠিকানা বিহীন, এবং ফিল্টার মেশিনে পানির সাথে ঘনচিনি, কাপড়ের ক্ষতিকর রঙ মিশিয়ে ছিপি বন্ধ করে মেশিনে তৈরি হচ্ছিলো জুস।

অবৈধ প্রক্রিয়ায় ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে জীবন ও স্বাস্থ্যহানিকর বিভিন্ন প্রকার শিশুখাদ্য জুস প্রস্তুত ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জগলু সরদারকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড ও টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ মোতাবেক এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় বিপুল পরিমাণ ক্ষতিকর রাসায়নিক পদার্থ ও নকল পণ্য ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্যানিটারি ইন্সপেক্টর সার্বিক সহায়তা করেন।