কুষ্টিয়ায় প্রতারক যুবকের এক মাসের কারাদণ্ড

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সুরক্ষা পোশাক পরিধান করে চিকিৎসা দেয়ার অভিযোগে এক প্রতারককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পরে প্রতারণার অভিযোগে তাকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদন্ড দেওয়া হয়।

গতকাল রবিবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে তাকে আটক করা হয়।

দন্ডপ্রাপ্ত সেই ভুয়া চিকিৎসকের নাম সাগর ইসলাম। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নারায়নপুর গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইসাহাক আলীর
তিনি জানান, সাগর ইসলাম নামের এক প্রতারক দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে রোগী ভাগিয়ে নিয়ে যেত। বর্তমানে করোনা দুর্যোগে অনেক প্রাইভেট ক্লিনিক বন্ধ থাকার সুবাদে প্রতারণা করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ডাক্তার সেজে রোগী দেখে আসছিলেন। এবং কৌশলে সেখান থেকেও রোগীদের অন্যত্র ভাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

এমন অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে হাসপাতালে দ্বায়িত্ব থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করে। এসময় চিকিৎসকের কোন সনদপত্র দেখাতে পারেনি এমনকি ম্যাটসেরও সাথে তার কোন সম্পৃক্ততা ছিলো না বলে জানান এই নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

পরে তাকে ভোক্তা অধিকারে সংরক্ষণ আইনে প্রতারণার অভিযোগে তাকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।